আমাদের বাংলা

আমাদের বাংলা

আব্দুল মান্নান মল্লিক

বাংলা দেশের মানুষরে ভাই,
বাংলা কথা বলি।
একটি সুতোই বাধা জীবন,
সোজা পথে চলি।
এমনটি আর পাবেনা খুজে,
ধরাধামের মাঝে।
বিরামহীনে কাজের শেষে,
প্রদীপ জ্বলে সাঁঝে।
গৌরব করে বলতে পারি,
সেদিন আছি ভুলে।
কিসের চিন্তা কিসের দুঃখ,
অধুনা কলি কালে।
যেমন ছিল তেমনি আছে,
নাইকো সেই দুখ্।
কান্না ছেড়ে হাসির পুলক,
বাংলা মায়ের মুখ।
ভোরের শিশির চমক মারে,
প্রাতে সবুজ ঘাসে।
বাংলা মায়ের আরও ভালো,
বসন্ত যখন আসে।
বৃক্ষশাখে লুকিয়ে কোথায়,
কোকিল কুহু ডাকে।
তাইতো সবাই প্রণাম করি,
আমার বাংলা মাকে।
প্রজাপতি উড়ে বেড়াই,
ফুলের রং মেখে
শিমূল ফুলে কেচরমেচর,
শালিক বসে ঝাঁকে।
হাসনাহেনা শিউলি ফুলের,
গন্ধ ছড়াই রাতে।
কৃষ্ণচূড়ায় রঙ জেগেছে,
রাধাচূড়ার সাথে।
চাঁদের আলো শিশুর হাসি,
বাংলা মায়ের আদর।
ফুলে ফুলে পাখির গানে,
তাইতো এতো কদর।
টিয়া ফিঙে দোয়েল বাবুই,
বুনো পখিদের গান।
চোখ ধাঁধানো ফুলের বাহার,
জুড়িয়ে যায় প্রাণ।
IMG_1457099979700

0.00 avg. rating (0% score) - 0 votes