মায়ের প্রতি

মাগো তোমায় ভালবাসি।

দুঃখে তোমার অশ্রুরাশি,

ঝরে আমার চোখের কোণে।

সুখে তোমার মুগ্ধ হাসি,

ফোটে আমার হৃদয়পানে।

জন্ম দিলে কষ্ট করে

অসীম যতনা,সহ্য,ডরে।

জোৎস্না রাতে চাঁদ দেখালে।

গান শুনিয়ে ঘুম পাাড়ালেে।

হাটতে না পারি,আঙুল ধরে

সাহস দিয়ে পথ দেখালে।

অসুখে আমার দেখি তোমায়,

কান্না কর মা আঁচল নামায়।

যত না কষ্ট হচ্ছে আমার,

তার চেয়ে বেশি কষ্ট তোমার।

তিলে তিলে মোরে বড় করলে।

ন্যায়-নীতি মনার শিক্ষা দিলে।

সত্য মিথ্যার সুধিলে যাচাই

সত্য ছেড়ে নাহি যেন যাই।

-সবকিছুই শেখালে।

এখন আমি বোধ হয় বড়।

আগের মত মা মনে কর।

বড় বলে আবদার মাগো

অবাধ্য বলে নাহি রেগো।

আমি না মা,সবাই বলতে

সহজ তুমি বড়ই চলতে।

গুন মাগো কি গাইবো আর

গুনের কথায় তোমার গুন,

শেষ হওয়াটা ভার।

এখনে শুধু এই আশা করি,

তোমার দেখায় সারা জীবন

যেন দেখিতে পারি।

 


 

0.00 avg. rating (0% score) - 0 votes

৩ thoughts on “মায়ের প্রতি

  1. মা শব্দটা সম্পূর্ণ আলাদা ও মমতায় আচ্ছন্ন। মা যে এমনি, আমরা বেঁচে থাকতে যেমন পারিনা তার অনুভূতির যথার্থ মূল্যায়ন করতে, তেমনি না পারি তার মমতাময় আবেগ উপলব্ধি করতে। দারুন।

Comments are closed.