আজ তবে থাক

আজ আমি চলেই যাই বরং ।

আবার মায়াবী হবে যেদিন তোর চোখের রঙ,

যেদিন প্রণয়ের কবিতা শোনাবে তোর নয়নতারা,

অমরত্বের আকুলতায় বইবে শরীরে যেদিন কামনার ধারা;

সেদিন না হয় ফিরবো আবার ।

গলন্ত রুপোর মত জোছনায় যেদিন ভাসবে চারিদিক,

নেশা ধরানো প্রকৃতিতে, পরীরা যেদিন রচবে লিমেরিক,

সেই প্রহরে না হয় তোর রহস্য করব আবিষ্কার !।

 

0.00 avg. rating (0% score) - 0 votes