আমি হাত ধরতে চেয়েছি তোমার

আমি হাত ধরতে চেয়েছি তোমার শক্ত করে।
তুমি তোমার হাতটা সরিয়ে নিলে।
আমি লিখতে চেয়েছি তোমায় নিয়ে
তুমি কাগজটা ছিঁড়ে ফেলে দিলে।
আমি স্বপ্ন বুনতে চেয়েছি তোমাায় নিয়ে
তুমি স্বপ্ন দেখতে বারং করলে।
আমি কথা বলতে চেয়েছি তোমার সাথে
তুমি উঠে চলে গেলে।
আমি ভালবাসতে চেয়েছিলাম তোমায়
তুমি জানি না কি কারণে “না” বলে দিলে।

    
0.00 avg. rating (0% score) - 0 votes