শ্বাপদের মুখের আমার স্বদেশ আজ

শ্বাপদের মুখের আমার স্বদেশ আজ
হায়নারা ঘুরে বেরায় চাপাতি হাতে
বন্ধুর বেশ, তোমার আমার পাশে,
সুযোগ পেলেই কোপায় বঊ, ছেলে,
মেয়ের সামনে, রক্তাক্ত করে, সদেশ, সধম।

হায়নার মুখে আমার সদেশ আজ
তোমার আশরাফুল মাখলুকাত আজ
সজাতির রক্তে, রক্তাক্ত করে নিজ হাত
মুরগী কাটার মত গলা কাটে, বুক চিতিয়ে
হেটে যায় প্রকাশ দিবালোকে, তোমার নামে
এই অধম, তুমিকি ক্ষমা করবে কখনো?

ছিরে খাবে আমার সদেশ আজ
ভেংগে দেবে সভ্যতা, ধম, মানবতা,
গানপাউডার দিয়ে জালিয়ে দেবে কিশোরে মুখ
বিশ্বজিতকে কোপাবে শত নপূংশের সামনে।
হায়নার মুখে আমার সদেশ আজ।

র্র্যাবের হাতে উধাও, পুলিশের হাতে
ইয়াবা ব্যবসায়ি. মলম পাঁটির হাতে প্রান
নির্মাণাধীন ফ্যাইঁভার ভেংগে জীবন যায়
তারপরেও পেমিক পেরেম করে, সামী ফিরে
ইস্তিরির কাছে, প্রধান মন্ত্রী বেস্ত দেশ উননয়নে,
নেতৃ বেস্ত যুবরাজ কে হাওয়া ভবনের হাওয়া দিতে।

শ্বাপদের মুখে আমার সদেশ আজ
ভেংগে পরা সুশাসন, গনতন্ত্র কোন কিছুই
তোমার আমার জন্য না, বিশ্বজিতের জন্য না
হরতালে পুরে ছাই হয়ে যাওয়া কিশোরের জন্য না,
রক্তাক্ত দিপেনের জন্য না, অভিজিতের জন্য না।

ক্যানবেরা
১৯/৩/২০১৬


 


0.00 avg. rating (0% score) - 0 votes