আমি

আমি সারাদিন সদাই করি কড়ি অর্থ দিয়ে,
সাঁঝের বেলা বাড়ি ফিরি কষ্ট মন নিয়ে।
পথের মাঝে হোছট খায় আমার অবুঝ মন,
এই মনে আসে না কেউ লেগেছে পূর্ন গ্রহন।
বন্ধু ভেবে যাদের কাছে বাড়িয়েছি দুটি হাত,
সব নিয়েও সাধ মিটেনি কাড়ছে এবার ভাত।
ভাগ্য আমার এমন কেন বলনা তুমি প্রভূ,
নরকের এই যন্ত্রনা মোর শেষ হবে কি কভু?
আমি সারাদিন সদাই করি কড়ি অর্থ দিয়ে,
সাঁঝের বেলা বাড়ি ফিরি কষ্ট মন নিয়ে।
পথের মাঝে হোছট খায় আমার অবুঝ মন,
এই মনে আসে না কেউ লেগেছে পূর্ন গ্রহন।
বন্ধু ভেবে যাদের কাছে বাড়িয়েছি দুটি হাত,
সব নিয়েও সাধ মিটেনি কাড়ছে এবার ভাত।
ভাগ্য আমার এমন কেন বলনা তুমি প্রভূ,
নরকের এই যন্ত্রনা মোর শেষ হবে কি কভু?

0.00 avg. rating (0% score) - 0 votes