আমি দৃষ্টিহীন

আমি দৃষ্টিহীন
মোঃ সাহিদুর রহমান নয়ন

আমি দৃষ্টিহীন তাই বলে কি আমি মানুষ নই?
আমি দৃষ্টিহীন তাই বলে কি আমার কোন মান-সম্মান নেই?
আমি দৃষ্টিহীন তাই বলে কি আমার কোন ইচ্ছা-আকাঙ্খা নেই?
আমি দৃষ্টিহীন তাই বলে কি সমাজে আমার কোন মূল্য নেই?

শুনে রাখো সমাজের কলুষিত মানুষেরা,
যারা আজ দৃষ্টিহীনদের নিয়ে করো টানা-ছেড়া।
আমাদের চোখে আলো নেইতো কি হয়েছে,
আমাদের মনে উদ্যম সাহস রয়েছে।
সে সাহস নিয়ে আজও আমরা পথ চলি,
সে পথে যত বাঁধা আসুক সবকিছু পিছে ফেলি।
সকল বাঁধা পেরিয়ে একদিন আমরা পৌছাবে উন্নতির শিখরে,
সেদিন দেখিস তোরা দৃষ্টিহীনরাই করবে জয় বিশ্বটারে।

কখনো আমাদেরকে মনে করো না হাসির পাত্র
একদিন আমরাই করবো সমাজের নেতৃত্ব।
সেদিন দৃষ্টিহীন মায়ের কষ্টে আর বুক ফাটবে না,
দৃষ্টিহীন শিশুর অবুঝ কান্না আর দেখতে হবে না।
সেদিন তারা শিক্ষা-দীক্ষায় মাথা উচু করে বাঁচবে,
সে দৃশ্য অনুভব করে আমার হৃদয় আনন্দে ভাসবে।

অবশেষে বলি কখনো দৃষ্টিহীনদের করো না অবহেলা,
তাহলে তোমাকেও লাঞ্চিত করবেন স্বয়ং আল্লাহ তায়ালা।

0.00 avg. rating (0% score) - 0 votes