আমার অবুঝ শিশু

আমার অবুঝ শিশু

মোঃ ফারুক হোসাইন ফাহিম

এই যে তুলি
একটা কথা বোঝার চেষ্টা কর
শোনো যা বলি
আমি যে ওখানেই জরাজীর্ণ
কেউ হয়নি আমা পূর্ণ ।
ভালবাসার ভারে আমার যে
ভরাডুবি হয়েছে ।
আমার অবুঝ শিশুটি(মন) যে চোলে গেছে না ফেরার দেশে
কারন সেতো সাঁতার জানতো না
আবার তার উপর ছিল রাক্ষুসি পানির ছলনা ।
তাঁর কি বাঁচার কথা
তোমার কি ধারণা ।

আমার যা হয়েছে…
কপালে তাই হয়তো লেখা ছিল
সেখানে নতুন করে আর পারছি না কোনকিছু লিখতে ।
সৃষ্টিকর্তার লেখন যে এমন ছিল,
তা তো আমার অবুঝ শিশুটি জানতো না ।
জানবেই বা কি করে
তার তো বোঝার বয়স হয়েছিল না ।
তাইতো সৃষ্টিকর্তার লেখনকে উপেক্ষা করে নিজেই লিখতে গিয়ে সে আজ
জরাজীর্ণ…
শীর্ণ…
বিদৃর্ণ প্রায়……।
প্রতুত্তোরে
তুমি আমায় বলেছিলে…
আমি তুলি
আমার পরশে নতুন করে তোমাকে আঁকতে চাই,
একটা সুযোগ দেবেনা আমায়
আমি আর কিছু জানতে চাইনা,
বুজতেও চাইনা ।
আমারও যে একটা অবুঝ শিশু আছে ।
সে যে এখনকার এই বুঝ শিশুটিকে ভালবাসতে চায়…
শুধু ভালবাসতে চায় , আর কিছু পেতে চায়না ।
ফাহিম তুমি এই সুযোগটা দেবে না আমায় ……
আমি ফাহিম
সেদিন পারনি তোমার অবুঝ শিশুটাকে হিম করতে
ফিরিয়ে দিয়ে ছিলাম তোমায়।
চোখের কোনায় জল নিয়ে চোলে গেলে
কিন্তু তখন এ ছাড়া আর কিছুই করার ছিলনা আমার
ছিলনা তোমার ভালবাসা আঁকড়ে ধরার শক্তি ।

তখন বুঝিনি তোমায়
হয়তো সেই কথাটাই সত্যি যে…
‘মানুষ সময় থাকতে বুঝেনা, সময় গেলেই বুঝে
আর তখন বুঝেও কোন লাভ হয়না’ ।
আমি কি আজ এই পথের পথিক হয়ে গেলাম।

তোমার চোখের জলে যে ভালবাসা সেদিন দেখেও
বুঝতে পারিনি-তার কাছে এখন আমি পরাজিত ।
শুধু বলবো তোমাকে ছাড়া এখন
আমার অবুঝ শিশুটি আর কিছু ভাবতে পারেনা ।
তোমাকে ছাড়া যে তার ভাবনার গভীর এখন শূন্য প্রায় …।
আজ শুধু যে তোমার পরশের অপেক্ষায়…
‘আমার অবুঝ শিশু’

0.00 avg. rating (0% score) - 0 votes