সাগরের স্নিগ্ধতা মিশে আছে
প্রতিটি ঢেউয়ের মাঝেতে
চাঁদের কোমলতা মিশে আছে
প্রতিটি তাঁরার মাঝেতে
তোমার ভালবাসা মিশে আছে
আমার মনের মাঝেতে
সাগরের স্নিগ্ধতা মিশে আছে
প্রতিটি ঢেউয়ের মাঝেতে
চাঁদের কোমলতা মিশে আছে
প্রতিটি তাঁরার মাঝেতে
তোমার ভালবাসা মিশে আছে
আমার মনের মাঝেতে