পরামর্শ

মোহাম্মদ কাশেম(Jago Janata Jago Bangladesh)

 

সহজে সকলকে বিশ্বাস ঠিক নয়

তাহলে জীবনটা হবে বিষাদময়,

সহজে কাউকে ভালবাসা ঠিক নয়

তাহলে পিছু নেবে অচেনা কিছু ভয়।

 

সহজে কাউকে কথা দেওয়া উচিৎ নয়

দিলে অবশ্যই রক্ষা করবে সেই কথাটি,

সহজে বন্ধুত্ব গড়ে তুলা চরম ভুল

গড়লে,অবশেষে ছিড়বে মাথার চুল।

 

সহজে টাকা ধার কাউকে নাহি দিবে

দিলে, তিক্ত অভিজ্ঞতায় অভিজ্ঞ হবে,

সহজে এমন বক্তব্য নাহি পেশ করবে

যা অন্যের ক্ষতির বিষয় হয়ে দাঁড়াবে।

 

অন্যের ক্ষতির করতে নাহি চেষ্টা করবে

করলে, নিজের জন্য অনুরুপ ক্ষতি হবে,

মা বাবা কে মন থেকে সন্মান করবে

বিনিময় সন্তানেরাও এমনটাই দিবে।

 

আত্বিয় স্বজনের সাথে সম্পর্ক রাখুন

বিপদে আপদে ওরাই সাহায্য করবে,

কোন ভাই বা আত্বিয় ধনি হলে

কখনও তাঁদের হিংসা নাহি করবে ।

 

ভাইয়ে ভাইয়ে কখনো শত্রুতায় লিপ্ত নাহি হবে

যাতে পরিবার স্থিতিশীলতা বিলুপ্ত নাহি হয়,

ভাইয়ের উন্নতিতে বরং প্রশংসা করবে ,দেখবে,

সেই প্রশংসাই একদিন তোমাকে করবে জয়।

 

ছাত্র হলে অবশ্যই মনযোগ দিয়ে পড়ুন

শিক্ষিত সন্তানই পিতামাতর  গর্ব করার,

শিক্ষকরা উদারতার সহিত শিক্ষাদান করুন

কেননা,ছাত্ররাই জাতীর ভবিষৎ কর্ণধার।

 

বিচারক হলে বিবেচনার সহিত বিচার করুন

জানেনই তো, আপনার রায়ের ফলাফল কী ?

নেতা হলে নেতৃত্ব দিন সু-বিবেচনা দিয়ে

যাতে প্রতিষ্ঠিত হয় সকলেরই মংগল টি।

 

প্রেম প্রেম মিছে মিছে খেলা বয়কট করা

তেমন একটা  মন্দের ব্যাপার নয় বন্ধুরা,

তাতে আপনার,পরিবার ও সমাজের মংগল হবে।

ভাবীরা,আপারা আরো আছেন অন্যন্ন যারা

সবাই আপনারা শালীন পোশাক ব্যবহার করুন,

তাতে নিরাপত্তটা অনেকটা উন্নতের দিকে যাবে।

0.00 avg. rating (0% score) - 0 votes