না ভূলার স্রৃতি

হয়তো একদিন ভূলে যাব ২০১৫কে,
কিন্তু ভূলবো কি করে সে দিন গুলোর স্রৃতিকে।
যে দিন তোমাকে প্রথম দেখে ছিলাম,সেই সময়টাকে।
ভুলবো কি করে সে রাতের কথা
যে রাতে তোমাকে নিয়ে সপ্ন
দেখেছিলাম।
ভূলবো কিভাবে তোমাকে ভালবাসার কথা না বলতে পেরে বন্ধুদের হাতে মার খেয়েছিলাম সে দিনের কথা।
ভূলবো কিভাবে সে বিকালের কথা যে
বিকালে তুমি সাদ থেকে ওকি মারতে আর
আমি নিচে দারিয়ে দেখতাম তোমাকে।
সেদিনের কষ্ট লাগার কথা আমি ভূলবো কি করে,
যে দিন তোমাকে দেখার জন্য স্কুল পালাতাম,
কিন্তু দেখতে পেতাম না তোমাকে।
তোমার এসব স্রৃতি কখনও ভূলার নয়।
তাই তোমার এসব স্রৃতি রাখবো
আমার এ মনের মাঝেতে।

0.00 avg. rating (0% score) - 0 votes