যে কলি ফোটেনা

bengali-girl-2
যে কলি ফোটেনা ///// শফিক তপন
———————–
যে কলি মুকুলেই ঝরে যায়
কেউ খবরও রাখেনা তাঁর,
যে কথা শুরুতেই থেমে যায়
কখনও যে হয়না বলা আর ।

যে শিশু কোনোদিনও দেখবেনা পৃথিবীর আলো
তাকে শুধু একজনই নীরবে অনুভব করেছিলো,
সে মা কতোই যে অসহায়,
নীরবে কেঁদে মরে যাতনায় ।

মা আমারে তোমারে দিয়েছে জনম যতন করে,
গর্ভে বিলীন অকালে হলে নীরবে মা কেঁদে মরে ।

যে মাতা গর্তপাতে শুধু একলা কষ্টই পেয়ে যায়,
রাখে হিসাব তাঁর জীবনের প্রতি পাতায় পাতায় ।
সে মায়ের কষ্টযে যায়না,
কেউ তার খবরও পায়না ।

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “যে কলি ফোটেনা

Comments are closed.