আঁধার বলে আলোকে,সাদা বলে কালোকে,
এমন হলে ভালোকে কি,
খারাপ বলে কেউ!
আলাপ ছাড়াই কেমনে পাঠাও,
নোনতা স্বাদের ঢেউ !!!
বাসনা গুলো পাশ না কেটে,আঁশ মেটাতে চায়
অক্ষরেখা বক্ষ চিড়ে,দ্রাঘিমা পৌছায়,
ইচ্ছেদেরই বিচ্ছেদেই, পাথর বুঝি মন!
অচেনা আজ পায়ের আওয়াজ,পুরোনো রিংটোন
কোনটা সঠিক ভুল ছিলো,মনটা কেন দুলছিলো,
এমন করে খুলছিলো কি,
অবহেলার জট?
কেমনে বলি জলাঞ্জলি,
দিলাম অকপট !
হাতড়ে ফিরি,সাঁতরে সিঁড়ি,যায়না হওয়া পার,
উতরে যাবার সূত্রে তোমায়,অনেকটা দরকার,
সান্ত্বনাও জানতো না যে,ছিলো কতো ভুল,
নীলও নাকি আমায় দেবে,বদলানোর মাশুল………………………