আল্লাদগুলো

আল্লাদগুলো,সবটা তোর গালে,
আবদার করি, বাসি ঠোঁট কপালে,
এভাবেই যেন রোজ খুব সকালে,
ঘুমটা ভেঙে যায়,
মাথা রাখি আয়,একটা বালিশে
ঘ্রাণ হতে চাই,তোর নেল পালিশে,
হতে চাই তোর, চোখের নালিশে,
বড্ড অসহায় 🙁

শুনছো নাকি ও জোনাকি,
আমার বুড়ি কৈ?
পেলে তাকে এ বৈশাখে,
খুব পাতাবো সই,
ও একা রাত যদি হঠাৎ,
তাকে তুমি পাও,
তাড়াতাড়ি এ দরকারি,
আর্জিটা পৌঁছাও 😉

0.00 avg. rating (0% score) - 0 votes