কানন

কানন
___নিয়াজ মাহমুদ

বুঝিগো কানন তোমার কাছে
আমি বড় বেমানান।
ভ্রমর, সুরেলা পাখির মতন
গাইতে জানিনে গান।

জানিগো আমি সকলি জানি
একটু করেছি ক্ষতি।
রাগ করনা আগমনে মোর
পালালো প্রজাপতি।

ফাগুনের মত পারিনা দিতে
একটু মলয়ে দোলা,
পারিনা দিতে কুসুমের দাম
কতযে গেথেছি মালা।

পারিনা দিতে কোন উপহার
তবুও তোমায় বলি,
মনে যদি চায় রাখিও আমায়
করিয়া তোমার মালি।

0.00 avg. rating (0% score) - 0 votes