অভিমানী

অভিমানী
___নিয়াজ মাহমুদ

ওগো অভিমানী,কাটিলো রজনী
অনেক হয়েছে অভিমান;
মন যে মানেনা আর
জ্বলে-পুড়ে ছারখার
হৃদয়টা করে আন-চান।
অনেক হয়েছে অভিমান।

ওগো মোর রানি,চির সঙ্গিনী
অনেক করেছ অবিচার;
জিতে গেলে তুমি,
আর হেরে গেছি আমি
দিবে কত যন্ত্রণা আর।
অনেক করেছ অবিচার।

ওগো মোর দেবী,আধেক পৃথিবী
এসো ফিরে তুমি শয্যাতে;
না বলা কথা কত
হৃদয় করেছে ক্ষত
ঘুম নামে অলস আখিতে।
ফিরে এসো তুমি শয্যাতে।

ওগো অভিমানী,হৃদয় বাসিণী
শূণ্য বুকে মোর এসো__
কেন এত কর ছল
চোখে কেন এল জল
নাইবা যদি ভালবাসো।
শূণ্য বুকে মোর এসো।

0.00 avg. rating (0% score) - 0 votes