তুমিই আমার তুমি । শফিক তপন
————————————-
তুমি আমার পূর্ণিমার চাঁদ আঁধার ঘরের বাতি
তুমি যেগো হৃদয় হরিণী আমারই চির সাথী ।
তুমি আমার সোনা বন্ধু এমন জুড়ানো প্রাণে
তুমি যেগো গলায় গলায় আমার সারা জানে ।
তুমি আমার হাসি আর কান্না সুখে দুখে এসে
তুমি যেগো থাক পাশে সদা অনেক ভালবেসে ।
তুমি আমার সোনার পিঞ্জর যখন ইচ্ছে ঢুকি
তুমি যেগো নিশী বন্ধু মোর ভোরের সূর্যমুখী ।
তুমি আমার সুরের বীণা ও কাব্য কথার মালা,
তুমি যে গো প্রাণের সুধা জুড়াও মনের জ্বালা ।
তুমি আমার সুখের নীড় শীতে চুলোর আগুন,
তুমি যেগো কাল বৈশাখী গ্রীষ্ম বর্ষা ও ফাগুন ।
তুমি আমার অশান্ত নদী বুকের মাঝে ঢেউ,
তুমি যেগো ভাসাও ডুবাও হয়ে মোর কেউ ।
তুমি আমার অনির্বাণ তৃষ্ণা হৃদয় মাঝে বাস,
তুমি যেগো আকাঙ্ক্ষিত এক গোপন অভিলাষ ।
তুমি যে সপ্নীল নারী ফোঁটাও প্রেমের মুকুল,
তুমি যেগো প্রস্ফুটিত এক লাল গোলাপ ফুল ।
তুমি আমার লাস্যময়ী সু-নির্মল লীলা ভূমি,
তুমি যেগো সহিষ্ণু সাথী তুমিই আমার তুমি ।