দুঃখই দিতে কাছে এলে

দুঃখই দিতে কাছে এলে । শফিক তপন
——————————————–
সুখী হতে পারেনা কেউ কষ্ট পেলে
দুঃখই দিতে তুমি শুধু কাছে এলে ।
ভাবি আমি বসে সব কিছু ফেলে,
কষ্টই বাড়ে মোর তব কাছে গেলে ।

কত আশা কত স্বপ্ন নিয়ে আমি বেসেছিলাম ওগো তোমায় ভালো,
তুমি শুধু হবে আমার মত জ্বালাবে জীবনে আমার সুখের আলো ।
সেই স্বপ্ন আমি হৃদয়ে নিয়ে ওগো সাজিয়েছিলাম ভালোবাসার ঘর,
কাছে এসে শুধু অনেক যত্নে তুমি অবহেলা দিয়ে আজ করলে পর ।

লাভ নেই আরযে লুকু চুরি খেলে,
স্বপ্নই শেষ হয় দেখি আঁখি মেলে ।

স্বপ্ন সবার হয়ত সত্যি হয় ওগো তাদের প্রিয়তমা যদি কাছে রয়,
আমি কেন তবে দুখী হলাম আজ আমার সকল ত্যাগের বিনিময় ।
আজ মনে হয় সব হারালাম ওগো আমি ভুল করে তোমায় চেয়ে ,
শূন্য হাতে শুধু নিঃস্ব হলাম ওগো দিলাম সব আমি কিছু না পেয়ে ।

আঁধারে দেয়না কেহ প্রদীপ জ্বেলে,
বাসর সাজে মোর শুধু কষ্ট ঢেলে ।

সুখী হতে পারেনা কেউ কষ্ট পেলে
দুঃখই দিতে তুমি শুধু কাছে এলে ।
ভাবি আমি বসে সব কিছু ফেলে,
কষ্টই বাড়ে মোর তব কাছে গেলে ।

0.00 avg. rating (0% score) - 0 votes