মূহুর্তে পেলাম তোমাকে

কষ্টের নীল সাগর তৈরি মন গগণে
সুখের অপমৃত্যু যখন জর্ডানের মৃত সাগরে,
নাগাসাকির ধ্বংসস্তূপ।
দুঃখ যেন খামচি মাড়ছে
গেস্টাফে বাহিনীর নির্যাতনের মতো হৃদয় মঞ্চে।
তিক্ত জীবনের অপমৃত্যুই যখন
পরিকল্পনার সীমানা আবদ্ধ।
তখনি আগমণি বার্তা নিয়ে এলে,বললে
দেবার আছে এখনো অনেক।
কোকিলের মতো কালো দেহখানি
দিলো উষ্ণতা ঝেরে শীতলতা মোরে।
সাপের বিষের মতো দংশিলে যাতনাকে,
অজগরের পেটের মতো ঠান্ডা করলে মোরে।
ভুলে গেলাম সব কষ্টের সময়,
দেহ থেকে ছড়িলো হাসনা-হেনার সুভাস,
মূহুর্তে পেলাম তোমাকে পেয়ে স্বর্গকে।
চার চোখের ভালবাসায় জড়িয়েছ মোরে
ওগো কৃষ্ণরুপালী ভুলবো না তোকে,
কিছু মন্দ বলুক না হয় তাতে।

0.00 avg. rating (0% score) - 0 votes