দু পু র রো দে র স্যা ডো সে লা ই

দুপুরের রোদে পোড়া মানুষের মন
যেনো তপ্ত উনুনে সেঁকা তন্দুরী রুটি
আর শিক কাবাবের এক সুস্সাদু মেনু,
মামা হালিমে শেষ চুমুকের মতো
রাজনীতির হোটেলে সেরা কস্তুরী বন-
ছিড়ে ছিড়ে খায় সব শকুনের দল।
দলছুট হয়ে পড়া কুকুরগুলো
শুকনো লেজুর নাড়ে দুপুরের রোদে;
চোখ দু’টো খুঁজে ফেরে তন্দুরী রুটি,
শিক কাবাবে মোড়া কস্তুরী বন,
শেষ চুমুকের সেই মামার হালিম।

তবুও মানুষ হাঁটে দুপুরের রোদে
রোদগুলো এঁকে চলে সেডো-সেলাই।

0.00 avg. rating (0% score) - 0 votes