একই আকাশের নীচে

একই আকাশের নীচে করি বাস
ঘুমায় কেহ সে ঐ শীতাতপ ঘরে
কেহ আবার এ দাবদাহে রোদ্দুরে
সবি নিই শ্বাস,কেহ বা দীর্ঘশ্বাস;

তুমি যাও স্বপ্নবিহারে সে গাড়িতে
কেহ বা চলে পথ,শুধু তবে পায়ে
মাড়ায় দুর্গম পথ,আঁধারে ছেয়ে
মেটায় ক্ষুধা নিয়তই লঙ্কা ভাতে।

নেই ক্ষুধা,তবু যে খাবার সাজানো
কারো এখনো তবে জ্বলেনি উনুন
যদি বা মিলে সে পান্তা,ফুরায় নুন
সারা বেলা কাটে উপোসে কখনো।

হলে অসুস্থ,মুখে কত চিন্তা ছাপ
কেউ তো নয় ব্যতিব্যস্ত তাকে নিয়ে
আর তোমার ? কি ভিড়,খবর পেয়ে
ওরা মরেই বাঁচে,কেমন এ শাপ ?

টাই কোট পড়ে বেড়াও সারা বেলা
ছেঁড়া সে জামাটি তার লুকিয়ে কাঁদে
লাজেই মরে,শত অপমান বোধে
এমনি চলে তাদের জীবন খেলা।

কোটি প্রাণ ভূমে,যেন একই সংসার
সুখ দুখের কেন যে তবু ভাগাভাগি
এত বিভক্তি বৈষম্য কিসের লাগি
রহস্যে ভরা,বুঝি না সে কারবার।

রচনা কাল:২০১০

0.00 avg. rating (0% score) - 0 votes