মোর চাওয়া

অন্ধ করে দাও হে বিধাতা
নইলে দাও দু’চোখে ঘুম।
সাক্ষী গোপাল চাইনা হতে
যখন দেশে মানুষ মরার ধুম।

রুই কাতলাগণ আজ অমাবস‍্যার চাঁদ
মানুষ মারার বানিয়েছে নতুন ফাঁদ।
বিবেকবানের বিদ‍্যার হলো বিসর্জন
ত্রিশ লক্ষ শহিদ হারালো তাদের অর্জন।

বধির করে দাও হে বিধাতা
নইলে দাও বানিয়ে মৃগরাজ।
চাইনা হতে ঢাকের বায়া
বন‍্য মাতঙ্গ হতে চাই যে আজ।

কত শুনবো শিশুদের চিৎকার
চাইনা শুনতে ফিরে দাও স্বজনকে আবার।
বলবো কবে স্বাধীন দেশে জ্বলবেনা পাবক
বৎস ! হারাবেনা কেউ আর কোন অবিভাবক।

আশায় বাঁধি বুক ,কবে আসবে সেই সুখ।

0.00 avg. rating (0% score) - 0 votes