ঘুমবতী কন্যা – ২ : ঘাত প্রতিঘাতের উপাখ্যান

ঘুমবতী কন্যা সিরিজ – ২: ঘাত প্রতিঘাতের উপাখ্যান

স্বপ্নের ঘুমবতী কন্যা আজ যোজন যোজন দূরে।
চাইলেই হয়তো মিলবে দেখা, তবু কতো অচেনা!
আমার হৃদয়ের ক্যান্সার আক্রান্ত প্রতিটি কোষ,
আজ বড্ড পিপাসিত তোমার ছোয়ার যন্ত্রণায়।
আকাশের পাণে আজ কত পংত্তি ভাসাই,
যদি পৌছে তোমার কাছে ইথারের সংযোগে।

তোমার স্বপ্নীল উপস্থিতি ছিলো বিটোফোনের ফিফথ সিম্ফনি।
নয়তোবা ডা ভিঞ্চির কালোত্তীর্ণ কোনো সৃষ্টি।
ছিলো যেন মেঘ নিঙরানো সবুজ প্রকৃতির উচ্ছাসের গান।
জোনাকির ঝিকিমিকি আলোয় উদ্ভাসিত গহীন অন্ধকার।
শ্রাবন রাতের পর সূর ফিরে পেলো তার ছন্দ।
তারা নীল সন্ধ্যাসাগরকূলে বিহঙ্গের ডানা মেলে উড়ে চলা।

আজ মৌণ আকাশে নেই তারার ঝলকানি।
ঘুমন্ত শহরে জোত্স্নার অবগাহন আজ কেবলই স্মৃতি!
হবে না দেখা তোমার নগ্ন পায়ে শিশিরের সন্ধান।
মধ্যমাঠে কংক্রিটের পীচে বাজবে না আর সূরমূর্ছনা।
তোমায় বলবো না আর আমার না বলা যত কথা।
নিষ্ঠুর বাতাসে আজ শুধুই হতাশার কাব্য।

ভালোবাসা ও ভালোলাগার এক জটিল সন্দ্ধিক্ষণে,
ভূপাতিত আমি অলীক স্বপ্ন যায় যখন ভেঙ্গে।
উচিত আর অনুচিতের কঠিন ডামাডোলে ,
ফিরে আসে সম্বিত, আর তুমি নীরবে চলে যাও বহু দূরে।
আমার অপ্রকৃতিস্ত হৃদয়ে সুনামির নীল আঘাত শানিয়ে,
দগ্ধ তুমি, আমার নিষ্ঠুর দুর্বিনীত প্রতিঘাতের অনলে।

আজ শুধুই শুনশান নীরবতা।
আজ শুধুই শুনশান নীরবতা।।

0.00 avg. rating (0% score) - 0 votes