ওহে বৃষ্টি, সদা তুমি মোর সঙ্গী ছিলে
মোর হৃদয়য়ের চৌচির হওয়া জমিনখানি পারবে কি আজ ভিজিয়ে দিতে?
পারবেনা, তাইতো! মোর হৃদয় জমিন পারবেনা ছুঁতে তুমি,
এ যে আমারই জমিন, লালন করিতো কেবলই আমি।
ওহে সোনালী রোদ্দুর, সদা তুমি মোর সঙ্গী ছিলে
মোর চোখের ঐ কান্নার নদী পারবে কি আজ শুকিয়ে দিতে?
পারবেনা, তাইতো! মোর চোখেরই কান্নার নদী পারবেনা ছুঁতে তুমি,
এ যে আমারই নদী, ধারণ করিতো কেবলই আমি।
ওহে রূপালী চাঁদ, সদা তুমি মোর সঙ্গী ছিলে
তোমার জোছনার একটুকু হাসি মোর ঠোঁটেরই দু’কোণে পারবে কি ছড়িয়ে দিতে?
পারবেনা, তাইতো! মোর ঠোঁটেরই কোণ পারবেনা ছুঁতে তুমি,
এ যে আমারই ঠোঁটের কোণ, হাসির দায় বহন করি কেবলই আমি।
ওহে নীল আকাশ, সদা তুমি মোর সঙ্গী ছিলে
মোর হৃদয়য়ের বেদনার নীলরংটুকু পারবে কি তুমি নিয়ে নিতে?
পারবেনা, তাইতো! মোর বেদনাটুকু পারবেনা ছুঁতে তুমি,
এ যে আমারই বেদন, এর নীল রঙে রাঙাই কেবলই আমি।
ওহে রক্তজবা, সদা তুমি মোর সঙ্গী ছিলে
মোর হৃদয়ক্ষতের ঝরে পড়া রক্তে পারবে কি নিজেরে রাঙাতে?
পারবেনা, তাইতো! মোর হৃদয়ের রক্তক্ষরণ পারবেনা ছুঁতে তুমি,
এ যে আমারই হৃদয়, তারই রক্তে কেবলই লাল হই আমি।
ওহে শীতল ঝর্ণাধারা, সদা তুমি মোর সঙ্গী ছিলে
মোর হৃদয়ের জ্বলন্ত অনল পারবে কি আজ তুমি নিভিয়ে দিতে?
পারবেনা, তাইতো! মোর হৃদয় অনল পারবেনা ছুঁতে তুমি,
এ যে আমারই হৃদয় অনল, যে অনলে পুড়ে ছাই হই কেবলই আমি।
ওহে আকাশভরা তারা, সদা তুমি মোর সঙ্গী ছিলে
মোর হৃদয়ের শূন্যতাটুকু পারবে কি আজ ভরিয়ে দিতে?
পারবেনা, তাইতো! মোর হৃদয়ের শূন্যতা পারবেনা ছুঁতে তুমি,
এ যে আমারই হৃদয়, যার শূন্যতায় হাহাকার করি কেবলই আমি।
ওহে প্রাণবন্ধু আমার, সদা তুমি মোর সঙ্গী ছিলে
মোর হৃদয়ের আবেগটুকু পারবে কি আজ ছুঁইয়ে দেখতে?
পারবেনা, তাইতো! মোর হৃদয়ের আবেগ পারবেনা ছুঁতে তুমি,
এ আমার একান্ত, সৃষ্টিকর্তার অনবদ্য সৃষ্টি, যা ছুঁতে পারি কেবলই আমি।
ওহে আমার চলার পথের সকল সঙ্গীগণ,
সাথেই তো মোর থাকতে সর্বক্ষণ।
একটা সময় অনুভব করে এই মন
নিঃসঙ্গ আমি, নিজেরেই নিজে বয়ে বেড়াই, এই তো জীবন।