তবুও কথা রাখেনি

একদিন পড়ন্ত বিকেলে
রক্তিম সূর্যের মতো একটি ফুল হাতে দিয়ে,
কল্পনা বলেছিলো-
আমাদের উঠানের একটি গাছের
এই একটি মাত্র ফুল।
বলেছিলাম; কি বলছ !
কল্পনা বলেছিলো-
একটি ফুল গাছ কেন; তোমাকে পেতে হাজারটি ফুল গাছ
আমি ধ্বংস করে দিব।
সেদিনের পর শত ফুল বাগান তন্ন তন্ন করে
তাকে এনে দিয়েছিলাম শতটি বাহারি ফুল,
শত চিড়িয়াখানা ঘুড়ে এনেছিলাম একটি ময়নাপাখি ।
কল্পনা বলেছিলো-
পাখিটির নাম রেখো আমার নামে।
আপনার প্রাণটাকে কবজ বানিয়ে
পড়িয়ে দিয়েছিলাম তার গলায়,
জীবনের সব কর্মের সুফল দিয়ে
সালু কাপড় বানিয়ে পড়িয়ে দিয়েছিলাম তার গায়।
তবুও কথা রাখেনি কল্পনা !
কোন এক পড়ন্ত বিকেলে যায় চলে সে
কাক ডাকা কোন এক ভোরে দেখেছিলাম তাকে,
ইশারায় বলেছিলো আমায় সে
ভুল করেছো বিশ্বাস করে আমাকে!
আমি যে নারী।

0.00 avg. rating (0% score) - 0 votes