চাঁদের বুড়ি

এই একচোখা খোজে কারে রে
মন পড়ে রয় কার তরে;
চাঁদের বুড়ি, উড়ায় ঘুড়ি
আমার অন্তরে।

বুকে কঠিন ব্যথায় ভুগি
বুড়ি যেন দ্বিগুণ সুখী
ক্ষ্যাপা নাচে কঠিন ব্যথায়
যেন খোলা প্রান্তরে।

চাঁদের বুড়ি, উড়ায় ঘুড়ি
আমার অন্তরে।

বুড়িটারে ধরতে নারি
যতই আমি যতন করি
না দেয় ধরা, না কয় কথা
নাটাই ঘুরায় মন ভরি।

চাঁদের বুড়ি, উড়ায় ঘুড়ি
আমার অন্তরে।

যতই বলি ওরে ও মন
খাশনা আর এমন ভীষম
ভালোবাসার বালা হলে
যায় না ফু মন্তরে।

চাঁদের বুড়ি, উড়ায় ঘুড়ি
আমার অন্তরে।

10 July 2011 Canberra

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “চাঁদের বুড়ি

Comments are closed.