স্বাধীনতার শোক

স্বাধীনতার শোক

 

আমি স্বাধীন,

আমার কাঁধে বর্গা প্রথার

শত টাকার ঋণ।

 

আমি মলিন,

আমার চোখে ছানি পড়া

শুনছি প্রতিদিন।

 

আমি পাখি,

উড়ার আশায় ঢাল  ছেড়েছি

একলা একাকী।

 

আমি গরিব,

ভাতের স্বপ্নে জেগে আছি

অপলক অাঁখি।

 

আমি পেটুক,

আমার মা কি খেয়েছে?

কষ্ট তার অটুট।

 

আমি মুজিব,

স্বাধীন করব দেশ বলেছি

স্বাধীন করেছি।

 

আমি মুক্ত,

তবুও আমি হাটার পথে

কাটা ফুল পেয়েছি।

 

…অনিক…

…২৭ শ্রাবণ ১৪২৪….

    
0.00 avg. rating (0% score) - 0 votes