রুপসী এক গাঁয়ের বৌ

রুপসী এক গাঁয়ের বৌ ।।। শফিক তপন
—————————————–
রুপসী এক গাঁয়ের বৌ
কখনও শান্ত কখনও চঞ্চল মুখটি তাঁর লাজ ভারী ।
খোঁপায় তাঁর ফুল মালা
গায়ে পড়েছে সে এক লাল পেড়ে হলুদ রঙের শাড়ী ।

ছুটে চলে নদীর কোলে
কপালে এক লাল টিপ দুচোখ তাঁর কাজল কালো,
ঠোঁটে তাঁর লাল রঙ
দুহাতে রঙীন কাঁকন রূপ যেন তাঁর চাঁদের আলো ।

মেগলা কাল কেশ তাঁর
নাকে নদ কানে ঝুমকা শরীরটি তাঁর সোনার বরন,
গলায় তাঁর সোনার পুছি
নদীর ধারে সবুজ ঘাসে নাচে তাঁর রাঙা দুটি চরণ ।

এক পা খালি যে তাঁর
অন্য পায়ে নূপুর চলতে পথে যেতে রুমঝুম বাজে,
মোর মন ছুঁইয়ে দিয়ে
তাঁর রুপের যাদু ঝড় তোলে অহরহ এবুকের মাঝে ।
————–
সোমবার, ১১ আশ্বিন ১৪২৩
২৬-৯-২০১৬

    
0.00 avg. rating (0% score) - 0 votes