সময় এখনই

কালজয়ী ইতিহাস হবো সে আশায়!
-ভ্রান্ত পথিকের ন্যায় দিগ্বিদিক ঘুরে;
আজ আমি কোথায় এসে দাঁড়ালাম?

জীবনের বাঁকে কতই হোঁচট খেলাম;
পথিমধ্যে পরেও গেলাম, দাঁড়ালাম।
তবুও এ জীবন মরুভূমির মরিচিকা!

তাই তোমাদের তরে সুধাই কিছু গল্প
-আমাদের সমাজ ও জীবনের কল্প।
বড় হতে চাইবে, দিবে পিছুটান অল্প

লন্ডভন্ড করে দিবে সমাজ স্বপ্ন ভঙ্গ
তারপর পরিবারে আসবে এত চাঁপ
               তুমিই বলবে বাপরে বাপ
               স্বপ্নেরা সব গোল্লায় যাক!

ছোটবেলার স্বপ্ন থাকে তুমি হবে কি?
এখনকার স্বপ্ন দিনক্ষনে বাঁচবো কি!
হতে চেয়েছো ইঞ্জিনিয়ার বা ডাক্তার
মামা, চাচা অথবা ব্যাংকে আছে ফি!

এমবিবিএস, মাস্টার্স, পিএসডি পাশ নি!
কর্মক্ষেত্রে টাকা মামার জোরে বলে জ্বি
সার্টিফিকেট দক্ষতায় নিয়োগ পাবে কি?
সে বাস্তবতা বড়ই কঠিন; দেখো এখনই।

ইতিহাস গড়বে,
স্বপ্ন পূরণ করবে
কেউ কথা রাখেনি!

হোঁচট যতই খাও
বারবার উঠে দাঁড়াও
সে সময় হয়েছে এখনই।

    
0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “সময় এখনই

Comments are closed.