আমার রাতের গল্প

ভাবনাকে অক্ষরবন্দি করার নেশায়
কবি না হয়েও, প্রতিটা রাতে লিখছি
নিউরনের ভেতরের শব্দকোষের গঠিত
বাক্যজালে বুনি স্বরোচিত পঙতিমালা

এইতো প্রতিটা রাতের গল্প আমার
নতুন কোন চিন্তা চেতনার উৎসর্গে
নির্ঘুম দৃষ্টি মুঠোফোনের টাচস্ক্রিনে
বৃদ্ধাঙ্গুলি ছোঁয় স্নায়ুকোষের ব্যথ্যা

জ্বলতে থাক, আরেকটি ধুম্রশলাকা
ধোঁয়ায় ভাসুক পুরনো ভাবনাগুলো
আবেগাম্বিত স্মৃতিরা এখন কাঁদেনা
আঙ্গুল থেকে ঠোঁটের দূরত্ব বুঝেছে

সে ইতিহাস, ভালোবাসার অপরাধী
আমিও ভালোবাসি, আমি আমাকে
আমার ভেতরের কবি, অনুকাব্যকে
ভাবনাকে স্মৃতিকে চিন্তা চেতনাকে

সময় যখন অসময়ের ব্যস্তানুপাতিক
তখন আমার কবিতা লেখাই যৌক্তিক
কবি হওয়ার নেশায় লেখিনি সেদিন
শুরু করেছিলাম প্রথম ভালোবাসায়

0.00 avg. rating (0% score) - 0 votes