বসন্তে

[তেরযারিমা]

বসন্তে
___নিয়াজ মাহমুদ

আজিকে আমার প্রাণে
জেগেছে কিসের মায়া?
প্রভাত পাখির গানে।

আবার পড়েছে ছায়া
উদাস মেঘের তলে
তুমিই এসেছো বলে।

বাগান ভরেছে ফুলে
আজিকে গাথিয়া মালা
পড়াব তোমার গলে।

ভূলিতে চাহিগো জ্বালা
আজি তোমারই ছোঁয়াতে
আবার জমবে মেলা।

এমন মধুরো বসন্তে
আবার রাঙাবো প্রভাতে।

    
0.00 avg. rating (0% score) - 0 votes