সরল স্বীকারুক্তি

কোনদিন হয়তো ভালোবাসি নি তোমায়।
সত্য়ি বলতে ভালোবাসার সংঙ্গাটাই
হয়তোবা আমার বোঝার বাইরে।
প্রতরনা আমার কাছে ছিল প্রেমের প্রতিরূপ।
তবুও কেন জানি আজও তোমায়
ভাবলে জং পড়া হৃদয়টা অস্বস্তিতে ভোগে।
তোমার ঐ ঘুম ঘুম চোখে চেয়ে থাকা,
বিধাতার নিপুন কারিগরি ঐ ওষ্ঠদ্বয়,
ঠোঁটের কিনারে প্রশ্রয়ের ঐ তিল,
কোন এক অজানা কারণে আজও আমায়
ভালোবাসা শেখাতে চায়।

    
0.00 avg. rating (0% score) - 0 votes