আমি শুধু তোমার হতে চাই

আমি শুধু তোমার হতে চাই
আমি শুধু তোমার হতে চাই।
আমি আকাশ-বাতাস-সাগর-নদী-মেঘ-কুয়াশা-পাহাড়-সবুজ বনানী…..
কারও হতে চাই না,
আমি শুধুমাত্র তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে চাই না
তাই আমি আর কারও হতে চাই না
হ্যাঁ আমি কারও হতে চাই না।
আমি পৃথিবীতে থেকেও পৃথিবীর হতে চাই না
আমি শুধু তোমার হতে চাই।…..
জানি আমি মৃত্যুর হতে না চাইলেও
মৃত্যু আমার হতে চাইবেই
কারণ একরকম জোর করেই ও সবার হয়ে যায়
ওকে কেউ পছন্দ না করলেও ও সবাইকে পছন্দ করে
ওকে কেউ না ভালোবাসলেও ও সবাইকে ভালোবাসে।
তবু আমি চিৎকার করে বলতে চাই
আমি মৃত্যুর হতে চাই না
আমি শুধু তোমার হতে চাই
শুধু তোমার হতে চাই।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৮/৩/২০২৪

0.00 avg. rating (0% score) - 0 votes