এবার আমি নেবো ছিনিয়ে
শ্যামা মাকে শিবের বুক থেকে।
বসাবো আমার হৃদি পদ্মাসনে
আর দাঁড়িয়ে থাকতে হবে না সোনা মেয়েকে।
মাকে কেউ কখনও বসতে বলেনি
না হয় বলবো প্রথম আমি।
এতকাল বিভূতি মাখা শিবের উপর দাঁড়িয়ে থেকে
ওই শ্রীপদের না জানি কি দশা হয়েছে।
শ্যামা মা, আর রাখতে হবে না তোমায় জিভ বের করে
বড় ভয় লাগে ঐ রূপ দেখলে।
অনেক হয়েছে তোমার অসুর নিধন খেলা।
তুমি বাবার মেয়ে
এবার থাকো বসে বাবার বুকের মধ্যে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৪/১২/২০২৩