মা কালীর কবিতা

এ জগতে আমায় কেউ বাসেনা ভালো তুমি ছাড়া
আমায় নিয়ে নাও না তোমার কাছে মা গো
মেটাও আমার জ্বালা।

তাই তো শুধু তোমার কাছে এসে কাঁদি মা
একা কাঁদলে আরও কষ্ট বাড়ে
জানি তুমিও ফ্যালো চোখের জল
তবু পোড়া নয়ন দুটি পায়না দেখতে।

জানি তুমি একদিন দেখা দেবে
আমি তোমার পায়ে সঁপব প্রাণ
মিথ্যা হবে না আমার চোখের জল ফেলা
তুমি মাটির হয়েও মাটির নয় যে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২১/১১/২০২৩

0.00 avg. rating (0% score) - 0 votes