মা কালীর কবিতা (কালী পুজোর কবিতা)

তোর নামের সাগরে ভাসতে ভালো লাগে মা
ডুবতে লাগে আরও ভালো,
ডুবে যদি আমার মরণ হয়
তোর কাছে চলে যাবো।

সে সাগরে শিব আছে বিষ্ণু আছে
আছে কৃষ্ণ আছে রাধা
আকাশ আছে পাতাল আছে
সারা ব্রহ্মান্ডই ডোবা।

সে সাগরে হরিনাম আছে রাধানাম আছে
আছে রামনাম
তাই তো করি আমি নিশিদিন
মধুর শ্যামানাম।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮/১১/২০২৩

0.00 avg. rating (0% score) - 0 votes