আবেগের দাসত্ব

আবেগের দাসত্ব
-জিহাদ আমিন

এই হৃদয় হয়েছে ভীষণ ভাবে কলুষিত
একাকিত্বে করি চিৎকার অন্তর হয় কম্পিত,
কেন এমন ভুল করতে গেলাম?
যাহা কিছু ছিল অবশিষ্ট তাহাও যে হারালাম
না জেনে লেলিহান আগুনের শিখায় হাত বাড়ালাম!

ছিল না কখনোই অর্থ বা স্বার্থের লোভ
ছিল না কোন অভিমান অভিযোগ
ছিল না তাহার প্রতি অন্তরে বিন্দুমাত্র ক্ষোভ
এমন দূরত্ব আগে থেকে হলেই যেন ভালো হতো
অন্তরে এক কোনে জমাট বাঁধতো না মায়া নামক রোগ।

আমি রাজনীতি দেখি দেখেছি হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব
রক্ত মাখা লাশের উপড় করে উল্লাস আনন্দ,
স্বার্থ ছাড়া কখনোই বাড়াতেই চাইবে না সামনে পা
ইজ্জত দিয়ে ফিরে ইজ্জত লুটেও নেয় তারা
ক্ষমতা যাহার হাতে সেই নিজেকে ভাবে রাজা!

কখনো কখনো স্বপ্ন বিভোর হয়ে উড়তে থাকি
এপাড় ওপাড় সব খানেতেই বাঁধা বিহীন ঘুরতে থাকি,
অন্তরে জাগে ভয় এটা কি জয়ের চিহৃ নাকি পরাজয়ের
বাঁধা পড়ে মাঝখানে এই পথের যেন শেষ না হয়
বিবেকহীন আবেগের দাসত্ব মনুষ্যত্বহীন মানুষের পরিচয়!

প্রকৃত জীবন নিয়ে বাঁচা এতোটা সহজও নয়
দিন শেষে থাকে নিজেকে লুকানোর কত শত অভিনয়
কেউ মারে কেউ মরে,জোর জবরদস্তি করে নেয়ও কেড়ে,
থাকে ক্ষমতার বড়াই-কেউ পরাজয় হবে জেনেও
জীবন বাঁচানোর সংগ্রামে প্রাণের বিনিময়ে করে যায় লড়াই।।

0.00 avg. rating (0% score) - 0 votes