মিথ্যে স্বপ্ন বিলাস

মিথ্যে স্বপ্ন বিলাস
-জিহাদ আমিন

এই হলো আমার সোনালি যুগ
এক দিকে সুখ,অন্যদিকে শোক!
সারাক্ষণ শব্দরা আমাকে তাড়া করে বেড়ায়
কত কিছু ঘটে যায় মনের ভাবনায়
সুখের খুশবু আতর,শোকে হৃদয় কাতর কান্নায়।

রাজনৈতিক স্লোগানে রাজপথ থমথমে গরম
শক্তের ভক্ত ওরা নরমের জম,
ভাষণ শাসনে তিনি জগত বিখ্যাত বীর
করেনা কভু অন্যায় অবিচারের সামনে নতশির
অসৎ সংঘে লাভে লোভে পালায় লেজ গুটিয়ে পায় শরম।

দেখা হয় নাই এই চোখ দিয়ে কত শত বছর প্রেয়সীর মুখ
কথা ছিল এক সাথে কাটাবো সারাটিজীবন
দু’জনার সুখে রাঙ্গিয়ে তুলবো এই ভুবন,
আমি খুঁজে পেয়েছি এক দিক
হৃদয়ের আয়নাতে সারাক্ষণ দেখি তাহার ছবি
এমন প্রেমের গল্প ধরণীতে হয়ে রইবে চির অমর
খুঁজে নিবে নিশ্চয়ই এক দিন কোন কবি।

ফিরে যেতে চাই আমার প্রিয় গায়ে
বর্ষার পানি থৈ থৈ,দেখবো শাপলা ফুল,ঘুরে বেড়াবো নায়ে,
আমি আসিবো ফিরে যুগ যুগ পেরিয়ে গেলেও আবার
কবিতায় হয়তোবা মানুষের মুখে মুখে সুখে দুঃখে,
এই বিদায় আমার ক্ষণিকের
মৃত্যুতে আমার আবার ভয় কিসের
ভয় তো ধনীদের যারা হক মেরেছিলো গরিবের
এই পৃথিবীর সকল সুখ স্বপ্ন বিলাস সব মিথ্যে।।

0.00 avg. rating (0% score) - 0 votes