ঘুমন্ত জাতি

ঘুমন্ত জাতি
-জিহাদ আমিন

জেগে ওঠেছে এক ঘুমন্ত জাতি
পিঁপড়া ভেবে পায়ে ছাপা দিতে চেয়েছিল হাতি,
ধীরে ধীরে পা বেয়েই ঢুকে পড়লো তাহার কানে
এবার হাতির নাচন দেখো বাপু কতজনে।

ওরা হলো এই সময়ের শ্রেষ্ঠ বজ্জাত
সুযোগ বুঝে মিথ্যার আশ্রয়ে বোল পাল্টায় তৎক্ষণাৎ!
মুখে ফাঁকা বুলি,আসলে ওরা মিথ্যাবাদীর জাত
মায়া কান্নার ছল করে,বোকাদের করে কাত।

কেউ বানায় মালয়েশিয়া,কেউ’বা লন্ডন,সিঙ্গাপুর
টাকাকড়ি হাতানোর ধান্দায় আবাদি জমি খনন করেও বানায় পুকুর,
সাধু সেজে বার বার বাপু ভালো সাজবার চায়
বাঁকা লেজ কোনদিনও সোজা করতে পেরেছে কি কুকুর??

    
0.00 avg. rating (0% score) - 0 votes