এ কে জাদুকর – সুবোধ কুমার

না-না-না, তোকে আর দেখতে চাই না
আমার ঘুমন্ত পারদের উষ্ণতায়।
এ কে জাদুকর। আমার বুকে উঠেছে জ্বর
তবু এ দুষ্টু মন করে কেমন, প্রেমের যন্ত্রণায়।

রচনাকাল-
১৭/০৯/২০২১
বিকাল – ০৫:২০

    
0.00 avg. rating (0% score) - 0 votes