তোমায় খুঁজি স্বাধীনতা
-জিহাদ আমিন
স্বাধীনতা তুমি রহিয়াছো পড়ে কোথায়?
লোক মুখে শুনিয়াছি কত তোমার এই নাম
খুঁজিয়া খুঁজিয়া আমি ক্লান্ত হইয়াছি পেরেশান
তবুও কোথাও তোমার একটি বার দেখা নাহি পাই,
পরাধীনতার সাথে জড়িয়ে রহিয়াছে আমার অতীতের সখ্যতা
অন্যকিছু না থাক এই কর্মে রয়েছে ভীষণ দক্ষতা
এ যেন একে অপরের সাথে রক্তের সম্পর্কের ভাই।
ওরা তো ওদের হিসাব ঠিকই বুঝে নিতে চায়
সত্য দিনের আলোর মতোই পরিস্কার তাকে কেন ভয় পায়?
অন্যের বেলায় এসে দিতে চায় কেন কম?
এই জগৎ সংসারে কতজনাই না হয় নিজের অধিকার হতে বঞ্চিত
সকলেই ওরা শক্তের ভক্ত নরমের বেলায় কঠিন যম।
আবারো ফিরে জানতে ইচ্ছে করে স্বাধীনতা তুমি কি?
তুমি কি অসহায় নিরীহ মানুষের জীবনে হও যন্ত্রণা
আড়ালে লোক চক্ষুর অন্তরালে ঝরাও দু’চোখে কান্না
বিত্তবানদের জন্য প্রতি বেলায় হও মাখন ঘি।
বিচারকের আসনে বসিয়াও হতে হয় আমায় পরাজিত
বাদী বিবাদীর প্রশ্নের মুখে নিজেই আমি হই জর্জরিত,
এখানে সুখের জন্য সবার চাই অর্থ
ছাড় দিতে রাজি নই কেউ মোরা নিজেদের একটুখানি স্বার্থ
বাদী বিবাধীকে একত্রিত করিতে বরাবরের মতোই আমি ব্যর্থ।
শাসন শোষণ সুবিধা নিতে ছোট থেকে বড় বাদ পড়েনা কেউ
জীবন তরী বাইতে বাইতে তীরে পাড়ি দিতে ফুরিয়ে যাবে বেলা
সইতে হতে পারে মাঝ পথে না জানি আরো কত অবহেলা
সামনের দিকে চোখ পড়তেই যেন ধেয়ে আসছে
কূল কিনারা বিহীন অথই সমুদ্রের বাঁধ ভাঙ্গা ঢেউ।
স্বাধীনতা তুমি রহিয়াছো পড়ে কোথায় জানতে চাই?
লোক মুখে শুনিয়াছি কত;তবুও তোমার দেখা নাহি পাই,
সুখে দুঃখে পাশে থাকবে বলে সকলেই দেয় এমন মিথ্যা কথা
পরাধীনতার শিকল হতে মুক্তি পেতে তোমায় খু্ঁজি স্বাধীনতা।।