ভালো থাকার চেষ্টা

ভালো থাকার চেষ্টা যখন
মনে বাসা বাঁধে
কষ্টগুলো আপন হয়ে
দুঃখ গুলো সাধে!

বড় হবার ইচ্ছা যখন
ঘুমের মাঝে ফাঁকি
চোর বাটপার নিত্য সাথে
ভালো কোথায় রাখি?

এই ধরণীর সবাই ভালো
কেউ বুঝে না কম
জেতার নেশায় শুধুই হাসায়
সময়ে থাকে না দম।

    
0.00 avg. rating (0% score) - 0 votes