ছেড়ে গেলি তুই আমাকে

ছেড়ে গেলি তুই আমাকে
.              বলরাম সরকার
*********************
ছেড়ে গেলি তুই আমাকে
দেখলি না তুই পিছন ফিরে
দাঁড়িয়ে ছিলাম আমি একা
বরবাদ এর কোন কিনারে!
তোকে পেয়ে হারানো পর্যন্ত
জীবন পথ ছিল খুব ছোট
সেটাই ছিল আমার দুনিয়া
সে দুনিয়া আছে আজও।
সব জেনেও বুঝলি না তুই
চলেই গেলি অনেক দূরে।
আমায় ছেড়ে সুখী  হলে
আর আসিস না তুই ফিরে।
উড়ে যা ওই দূর আকাশে
আজ তুই আমার থেকে মুক্ত।
আর বলব না কোনো দিনও
আমি তোকে ভালোবাসি কত!

    
0.00 avg. rating (0% score) - 0 votes