স্বপ্ন পুরীর সেই দেশে
. -বলরাম সরকার
——————————
হল যে রাত অতি ঘোর কালো
নিভে গেল সব প্রদীপের আলো।
রাতের আকাশ মাঝে
তারারা উঠল সেজে-
স্বপ্ন পুরী তোলে গড়ে
আমারই প্রিয়ার তরে।
ঘুমের নদী পেরিয়ে যাবে সে
যাবে স্বপ্ন পুরীর সেই দেশে ।
ও মাঝি ভাই বেয়ে তোমার নাও
আমার প্রিয়াকে তুমি নিয়ে যাও
স্বপ্ন পুরীর সেই দেশে –
যে দেশে ভালোবেসে
সুখ পাবে প্রিয়া আমার
অকুল, অসীম, অপার।
এই যে দিলাম পাড়ের কড়ি
নাও ছেড়ে দাও তাড়াতাড়ি।
ঘুমের রাতে তোমার সাথে, ওগো বন্ধু আমার
স্বপ্ন পুরীর সেই দেশেতে দেখা হবে আবার।।