গাঁয়ের মাটি

গাঁয়ের মাটি
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের মাটিতে মোরা সবাই
মায়ের ভালবাসার পরশ পাই,
এই বাংলা আমার জন্মভূমি
তুলনা যে তার কোথাও নাই।

বাংলার গাছে পাখিরা ডাকে
ফোটে ফুল আর ফলে ফল,
বাংলার মাঝি নৌকা চালায়
বাংলার নদীর শীতল জল।

বাংলার মাঠে সোনার ধান
কাননেতে ফোটে ফুলকলি,
বাংলার জলে মরাল ভাসে
কমল বনে ধায় যত অলি।

বাংলার বাউল একতারা হাতে
বাংলার পথে গায় বাউল গান,
সবুজ গাছে নাচে ফিঙে পাখি
শুনি কোকিলের মিঠে কুহুতান

0.00 avg. rating (0% score) - 0 votes