আমার গাঁয়ে নদীর ধারে

আমার গাঁয়ে নদীর ধারে
-লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে নদীর ধারে
রাঙা মাটির পথে,
ক্যাঁচর ক্যাঁচর গোরুর গাড়ি
চলে সকাল হতে।

সবুজ গাছে পাখির গানে
ভরে নয়ন মন,
গাছের ছায়া মাটির ঘরে
শান্তির নিকেতন।

অজয় নদীর ঘাটের কাছে
স্বচ্ছ নদীর জল,
সকাল হতে দূর গাঁ থেকে
আসে পথিকদল।

হাঁটুজলে পার হয়ে যায়
গোরু বাছুর গাড়ি,
নদীর ধারে কাশের বনে
সাদা বকের সারি।

নদীর চরে শেওলা জমে
কালো নদীর জল,
শামুক গুগলি ধরে খায়
বুনো হাঁসের দল।

নদীর বাঁকে আমের শাখে
কোকিল ডাকে শুধু,
মাটির কলসী কাঁখে নিয়ে
আসে গাঁয়ের বধূ।

সন্ধ্যা বেলায় আলো লুকায়
স্নিগ্ধ নদীর চরে,
জোছনা রাতে চাঁদের আলো
নদীর জলে ঝরে।

0.00 avg. rating (0% score) - 0 votes