মিথ্যা স্বপ্নে

মিথ্যা স্বপ্নে 
.        -বলরাম সরকার

হাজার বছরের যন্ত্রনা
রয়েছে এ বুকে জমা।
ফুসফুসে জমেছে কত
ব্যথার  নিকোটিন যত।
ধমনীতে আজ শুধু
বয়  হাহাকার ধূ ধূ
.
এ বুকের জমাট বাঁধা
অব্যক্ত  ব্যাথা গুলি
তোমারই মিথ্যে স্বপ্নে
আজ সব যাব ভুলি।

0.00 avg. rating (0% score) - 0 votes