প্রেম চাই শুধু প্রেম

তোমার অধরে অধর রেখে বলতে ইচ্ছে হলো,
‘এত সুখ কেন এই মিলনে !’
অঙ্গে অঙ্গে মিলেমিশে যখন হলো একাকার,
পুলকে শিহরিত হই দুজনে ;
গভীর আলিঙ্গনে বেঁধে আমায় তুমি বললে ,
‘ছেড়ে যাবে নাতো আমায় ?’
আমি বলি, ‘কথা নয় বিরহের আজ শুধু প্রেম চাই,
সব প্রেম নিয়ে নিঃশ্ব করবো তোমায় ।
সব কিছু দিয়ে তুমি নিঃশ্ব হলে, সুখী হলাম আমি;
বাঁধলে আমায় তুমি প্রেমের মায়াজালে ।
বিরহের কথা বলবেনা, শুধু মিলনের বাশী বাঝবে ;
জানিনা কেমনে কাছে এলে কোন খেয়ালে ।
আমি আছি থাকবো আমরন তোমারই পাশে ,
হাতেহাত রেখে দিলাম কথা ;
প্রেম রসে সিক্ত করে রেখো আমায় তুমি ,
দূরে ঠেলে দিওনা প্রাণে ব্যথা ।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “প্রেম চাই শুধু প্রেম

Comments are closed.