চাঁদ

চাঁদ
বলরাম সরকার
——————————–
আমি হতে পারি নি তোমার কাছে
স্নিগ্ধ শীতল
নরম চাঁদের আলো ;
ফাগুনের আগুন রাতে
যা তুমি বাসো ভালো।
.
আমি তো হয়েছি জ্বলে পুড়ে
দিনমানের সূর্য ভানু
তপন দিবাকর।
দিয়েছি তোমায় তাপ আলো ;
মিটিয়েছি জ্বালা
পেটের ক্ষুধার।
.
তবু জানি আমি
বলবে তুমি
জ্যোত্স্না ভরা রাতে,
“ওগো চাঁদ,
আজ সারারাত
থাকো না আমার সাথে। “

0.00 avg. rating (0% score) - 0 votes