কৃতজ্ঞতা

গ্রাটিচিউড
……..বলরাম সরকার
…..,………………………
হাজার বছর আগে
গাছটা
জল হাওয়া মাটির
পুষ্টি রস শোষণ করে
ধীরে ধীরে
বড়ো হয়েছিল।
.
বড় গাছটা
তখনও মাটিতেই
আশ্রয় নিয়ে।
কিন্তু বেইমানি
করে নি সে।
বাতাসে দিয়েছে অক্সিজেন
নিজের পাতা ঝরিয়ে
মাটিকে করেছে উর্বরা।
কোটরে কাঠবিড়ালি
আর ডালে বেঁধেছে
পাখিরা বাসা।
.
তারপর একদিন,
প্রবল ভূমিকম্পে
চাপা পড়ে গেছে সে
মাটির অতল তলে।
.
হাজার বছর ধরে
মাটির চাপে তাপে
হয়েছে সে
কয়লা কালো।
.
কিন্তু
এতেও তার
শক্তি হয় নি ক্ষয়,
আজ সে
গৃহস্থের উনুনে
জ্বলে পুড়ে,
ধোঁয়া উড়িয়ে
খাদ্যের করে রন্ধন।
এই কাজ সে
চিরকাল করে যাবে,
এই তার পণ।

0.00 avg. rating (0% score) - 0 votes